নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ভোরে আওয়ামী লীগের এক কর্মীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের ধারণা, তারা হয়তো মিছিলের প্রস্তুতি নিচ্ছিল।



সোমবার (২১ এপ্রিল) ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে আসামিদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে একজন জানিয়েছেন তিনি আগে আওয়ামী লীগের বিভিন্ন মিছিল সমাবেশে অংশ নিতেন।







আটকরা হলেন, ঠিকাদার ও যুবলীগ নেতা আবুল (ছাত্র হত্যায় অভিযুক্ত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেলের সহযোগী), মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বলসহ ৭ জন।

জানা যায়, সোমবার ভোরে শিবু মার্কেট এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। গোপন সূত্রে এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে পুলিশ।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, আজ ভোরে শিবু মার্কেট থেকে সাতজনকে আটক করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি ও তাদের নাম ঠিকানা ও এর সঙ্গে আরও কারা কারা সম্পৃক্ত তা নিশ্চিত হতে কাজ করছি। তাদের কেউ রাজমিস্ত্রি কেউবা অন্য পরিচয় দিচ্ছে। রাজনৈতিক পরিচয় নেই আটকদের কারো তারা বলছেন তবে একজন জানিয়েছেন তিনি আগে থেকে আওয়ামী লীগের সব কর্মসূচিতে যেতেন। আমরা সবার মোবাইল ও অন্যান্য তথ্য যাচাই করছি।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫

এমআরপি/জেএইচ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews