আসন্ন ঈদকে কেন্দ্র করে মুক্তির তালিকায় যুক্ত হয়েছিল একাধিক নতুন সিনেমা। ‘তাণ্ডব’, ‘ইনসাফ’, ‘টগর’, ‘নীলচক্র’, ‘এশা মার্ডার’-সহ আলোচনায় থাকা বেশ কিছু সিনেমার মাঝে জায়গা করে নিয়েছিল ‘শিরোনাম’ ও ‘নাদান’। তবে শেষমুহূর্তে মুক্তির তালিকা থেকে সরে গেছে এই দুটি সিনেমা।

চিত্রনায়ক নিরব অভিনীত ‘শিরোনাম’ সিনেমার প্রথম লুক কিছুদিন আগেই প্রকাশ করেছিলেন তিনি নিজেই; জানিয়েছিলেন ঈদেই আসছে সিনেমাটি। কিন্তু নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঈদে এটি আর মুক্তি পাচ্ছে না।

এ বিষয়ে গণমাধ্যমকে নিরব বলেন, ‘আমরা যখন ঈদে মুক্তির ঘোষণা দিই, তখন পাঁচ-ছয় দিনের শুটিং বাকি ছিল। চাইলে দ্রুত কাজ শেষ করা যেত। আমরা তাড়াহুড়া করতে চাইছি না। সময় নিয়ে ভালোভাবে সিনেমাটি শেষ করে দর্শকের সামনে আসার ইচ্ছা রয়েছে। তাই আপাতত মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে।’ 

সিনেমাটিতে নিরবের বিপরীতে আছেন ইয়ামিন হক ববি। আরও অভিনয় করছেন ওমর সানী, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, কচি খন্দকার, ফারজানা ছবি, দিলরুবা দোয়েল প্রমুখ।

অন্যদিকে, ‘নাদান’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও সায়মা স্মৃতি। কারিগরি সমস্যার কারণে এটি ঈদে মুক্তি পাচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা।

বিষয়টি নিশ্চিত করে শ্যামল মাওলা বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, কিছু টেকনিক্যাল ঝামেলার কারণে ‘নাদান’ এই ঈদে আসছে না। যারা নাদানের পোস্টার দেখে ভালোবাসা জানিয়েছেন, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আশা করি ভবিষ্যতে নাদান সিনেমার জন্য এই ভালোবাসা আবারও পাব।’

সিনেমাটিতে শ্যামল ও সায়মা স্মৃতি ছাড়াও আরও অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, এরফান মৃধা শিবলু, সাইফ খান, জুয়েল জহুর প্রমুখ।

‘শিরোনাম’ ও ‘নাদান’ ঈদের সিনেমার তালিকা থেকে বাদ পড়ায় এখন দর্শকদের চোখ ‘তাণ্ডব’সহ অন্য আলোচিত সিনেমাগুলোর দিকেই।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews