ইরানের ক্ষেপণাস্ত্র শত্রুর হাত গুঁড়িয়ে দিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি সোমবার ইসলামি বিপ্লবী গার্ড কোর আইআরজিসির মহাকাশ বাহিনীর স্থাপনা পরিদর্শনকালে এই মন্তব্য করেন।

ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জুন মাসে ইসরায়েলের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য দেশটির মহাকাশ বাহিনীর প্রশংসা করেছেন। তিনি সতর্ক করে দিয়েছেন, বারবার একই ভুল করলে আরও জোরালো জবাব দেয়া হবে।

মুসাভি বলেন, এটি মহাকাশ বাহিনীর ধারালো তরবারি ছিল যা আল্লাহর সহায়তায় শত্রুদের মাথা এবং হাত কেটে ফেলতে সক্ষম হয়েছিল।

১৩ থেকে ২৫ জুন ইরানকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

অপারেশন ট্রু প্রমিজ থ্রি নামে পরিচিত ইরানের প্রতিশোধমূলক অভিযানটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি সামরিক, গোয়েন্দা এবং শিল্প লক্ষ্যবস্তুতে আঘাত করে। ফলে উল্লেখযোগ্য ক্ষতি হয় তেল আবিবের। ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রবেশ করার পর ইরানও পশ্চিম এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমেরিকান বিমানঘাঁটি আল-উদেইদে হামলা চালায়।

কমান্ডার বলেন, ১৯৮০-এর দশকে ইরাকের আক্রমণের সময় অ্যারোস্পেস ফোর্সের প্রতিশোধমূলক আক্রমণ তাদের পাল্টা আক্রমণকে ছাড়িয়ে গেছে।

ইরানি এই শীর্ষ সামরিক কর্মকর্তা আরও বলেছেন, যদি শত্রু আরেকটি ভুল করে তাহলে আমাদের সেনারা  আরও শক্তিশালী জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

সূত্র: প্রেস টিভি

বিডি প্রতিদিন/নাজমুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews