২০২৩ সালে যখন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা হয়, সেবার বিজয়ী হয়েছিলেন শাম্মি ইসলাম নীলা। আমি ছিলাম প্রথম রানারআপ। আর আমি ফেস অব বাংলাদেশ হিসেবে ফেস অব এশিয়ার মূল পর্বে অংশ নিই। সেবার দক্ষিণ কোরিয়ায় গিয়ে মনে হয়েছিল, আমাদের আর আন্তর্জাতিক মডেলদের মধ্যে কোনো পার্থক্য নেই। একটাই পার্থক্য, আমরা মনে করি, ওরা বিদেশি, ওরা ভালো কাজ করছে। আমার সেই ছোটবেলায় পরীক্ষার অভিজ্ঞতার মতো। আমরা হয়তো ওদের চেয়েও ভালো করছি, কিন্তু আসলে জানি না যে আমরা কতটা যোগ্য। এ বছর যখন আজরা আপুকে (আজরা মাহমুদ) মিস ওয়ার্ল্ড বাংলাদেশের লাইসেন্স দেওয়া হয়, তখন মূল প্রতিযোগিতা শুরু হতে আর সময় ছিল মাত্র ১০ দিন। তিনি মনে করেছেন, এ প্রতিযোগিতার জন্য আমিই সেরা।