প্রকাশিত: মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট সংস্করণ

সংগ্রাম ডেস্ক : চিন্তার স্বাধীনতার (বাক স্বাধীনতা) আড়ালে বিশ্বব্যাপী ২০০ কোটি মুসলমানের মূল্যবোধের ওপর আঘাত মেনে নেয়া হবে না বলে সাফ জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। 

নিউইয়র্কে তুর্কি-আমেরিকান ন্যাশনাল স্টিয়ারিং কমিটি আয়োজিত একটি নৈশভোজে প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘আমাদের কাছে এসব ঘটনা উসকানি। মানুষের মধ্যে তা উত্তেজনা বাড়ায়।’ টিআরটি ওয়ার্ল্ড

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এবং জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবগুলোকে তুরস্ক সম্মান করে জানিয়ে এরদোগান আরও বলেন, ‘পবিত্র গ্রন্থকে লক্ষ্য করে হিংসাত্মক কর্মকা-কে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখি আমরা। আগামীতেও আমরা বিষয়টাকে এভাবেই দেখবো।’

সম্প্রতিক মাসগুলোয় সুইডেন ও ডেনমার্কে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনা ঘটে। দেশ দুটির প্রশাসনের অনুমতি নিয়েই পবিত্র কুরআনের অনুলিপি পোড়ানো হয়।

নর্ডিক দেশ দুটির সরকার জানায়, বাক স্বাধীনতার অংশ হিসেবে কোরআন পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিষয়টিকে গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান কুরআনের ওপর সেই নৃশংস হামলার কথা উল্লেখ করে বলেন, ‘ইসলামের প্রতি বিদ্বেষ না আটকানো গেলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews