শ্রীমঙ্গলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের ৫৩তম জন্মদিন পালন উপলক্ষে বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরীর উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়।
পরে উপজেলার মনাই উল্লা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে ডা. জোবাইদা রহমানসহ তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মুনাজাত করা হয়।
এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিনের সভাপতিত্বে ও যুবদল নেতা মোবারক হাসান লুপ্পার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ (মাস্টার)।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল মুহিত কদর, সদস্য সচিব টিটু আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব প্রণব বৈদ্য, যুবদল নেতা এম, এ রহিমসহ অনেকে।