শ্রীমঙ্গলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের ৫৩তম জন্মদিন পালন উপলক্ষে বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরীর উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। 

বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। 

পরে উপজেলার মনাই উল্লা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে ডা. জোবাইদা রহমানসহ তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মুনাজাত করা হয়। 

এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিনের সভাপতিত্বে ও যুবদল নেতা মোবারক হাসান লুপ্পার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ (মাস্টার)। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল মুহিত কদর, সদস্য সচিব টিটু আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব প্রণব বৈদ্য, যুবদল নেতা এম, এ রহিমসহ অনেকে। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews