মরক্কোয় ২১ ডিসেম্বর থেকে শুরু হবে আফ্রিকান কাপ অব নেশনস (আফকন)। এই টুর্নামেন্টে খেলতে সালাহ কিছুদিনের মধ্যে যোগ দেবেন মিসর জাতীয় দলে। লিভারপুল কোচ স্লটের আশা, আফকন খেলে সালাহ ফিরবেন অ্যানফিল্ডে। কিন্তু ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের দাবি, ব্রাইটন ম্যাচ শেষে লিভারপুলের সমর্থকদের প্রতি সালাহর আবেগতাড়িত অঙ্গভঙ্গি এবং মাঠে ‘ল্যাপ অব অনার’–এর অংশ হওয়াটা তাঁর লিভারপুলকে বিদায় বলার ইঙ্গিতও হতে পারে।

সালাহ নতুন বিতর্ক তৈরি করতে চাননি। ৬ ডিসেম্বর লিডস ম্যাচ শেষে যে মিক্সড জোনে দাঁড়িয়ে স্লটকে অভিযুক্ত করেছিলেন, ব্রাইটন ম্যাচ শেষে সেই একই জায়গা দিয়ে হেঁটে ড্রেসিংরুমে ফেরার সময় সাংবাদিকেরা তাঁর সঙ্গে কথা বলতে চান। কিন্তু সালাহ বলে দেন, ‘টানা দুই সপ্তাহ? না।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews