সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নাকভির দ্বৈত দায়িত্ব (স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান) নিয়ে প্রশ্ন উঠেছিল। সংবাদ চ্যানেল এআরওয়াইকে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ঘনিষ্ঠ সহযোগী রানা সানাউল্লাহ খান। নাকভির পক্ষে সমর্থন কমে যাওয়ার ইঙ্গিত দিয়ে রানা সানাউল্লাহ বলেছেন, ‘দুটি দায়িত্বই তাঁকে পূর্ণকালীন মেয়াদে পালন করতে হচ্ছে। এরপরও তিনি চালিয়ে যাবেন কি না, সিদ্ধান্ত তাঁর।’

পাকিস্তানের বর্তমান জনসংখ্যা ২৪ কোটির বেশি। দেশটিতে ক্রিকেটই সবচেয়ে জনপ্রিয় খেলা এবং এই খেলাই তাদের সমাজের সব বিভাজন দূর করে। সেখানে ক্রিকেটারদের জাতীয় বীর মনে করা হয়, নামীদামি ব্র্যান্ড তাঁদের পৃষ্ঠপোষকতা করে। যেদিন বড় ম্যাচ থাকে, সেদিন পথঘাট একদম ফাঁকা হয়ে যায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews