এসব নতুন ফিচার’সহ আপডেটটি ব্যবহারকারীরা না চাইলেও যত তাড়াতাড়ি সম্ভব এগুলো ইনস্টল করার পরামর্শ দিয়েছে অ্যাপল।

হ্যান্ডহেল্ড সব পণ্যের জন্য নতুন ফিচার’সহ অপারেটিং সিস্টেম বা আইওএস ১৮.৪ সফটওয়্যার আপডেট প্রকাশ করেছে অ্যাপল। ব্যবহারকারীদের সেগুলো আপডেট করার আহ্বান জানিয়েছে আইফোন নির্মাতা কোম্পানিটি।

আইফোন, আইপ্যাড, অ্যাপল টিভি ও ভিশন প্রো এর জন্য এ নতুন সফটওয়্যারটি পাওয়া যাচ্ছে। অ্যাপল ওয়াচের জন্যও আপডেটটি অল্প সময়ের জন্য পাওয়া যাচ্ছিল তবে পরে তা অ্যাপল বাতিল করেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

প্রতিটি পণ্যের আপডেটেই নতুন নতুন ফিচার এনেছে অ্যাপল। এসব পণ্যে নিরাপত্তা আপডেটসহ অন্যান্য বড় সংশোধনও রয়েছে। এসব নতুন ফিচার ব্যবহারকারীরা না চাইলেও ‘যত তাড়াতাড়ি সম্ভব’ এগুলো ইনস্টল করার পরামর্শ দিয়েছে অ্যাপল।

আইফোনের জন্য আইওএস ১৮.৪-এ নতুন বিভিন্ন ফিচার নিয়ে এসেছে কোম্পানিটি। যার মধ্যে প্রধান হচ্ছে কোম্পানিটির নিজস্ব এআই ‘অ্যাপল ইন্টেলিজেন্স’-এর জন্য একটি আপডেট, যেখানে রয়েছে প্রায়োরিটি নোটিফিকেশন, যা এআই ব্যবহার করে গুরুত্বপূর্ণ বিভিন্ন টেক্সট শনাক্ত করতে ও তালিকার উপরের দিকে সেগুলোকে রাখতে সহায়তা করবে।

এতে নতুন ইমোজিও যোগ করেছে অ্যাপল। যার মধ্যে রয়েছে চোখের নীচে পুটলিওয়ালা একটি মুখ। পাশাপাশি রয়েছে ফটো অ্যাপে পরিবর্তন ও ডিভাইসের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে ‘অ্যাম্বিয়েন্ট মিউজিক’ অপশন চালানোর মতো বিকল্পও।

ম্যাকের জন্য ‘সিকোইয়া ১৫.৪’ নম্বরওয়ালা আপডেট এনেছে কোম্পানিটি। আর এটি মূলত অ্যাপলের বিভিন্ন কম্পিউটারকে আপডেট করেছে। যাতে আইফোন ও আইপ্যাডের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করতে পারে এসব কম্পিউটার।

গত বছর আইফোনে আসা ইমেইল বাছাইয়ের বিভিন্ন ফিচার’সহ ‘কুইক স্টার্ট’ টুলটিও পাওয়া যাচ্ছে এসব কম্পিউটারে, যেখানে পুরানো ডিভাইসটি কাছাকাছি ধরে রেখে একটি নতুন ডিভাইস সেটআপ করতে পারবেন ব্যবহারকারীরা।

সবচেয়ে কাঙ্খিত আপডেটটি এসেছে অ্যাপলের সবচেয়ে আকর্ষণীয় পণ্য: ভিশন প্রো’তে।

ভিশনওএস ২.৪ আপডেটের সঙ্গে হেডসেটটি এখন অ্যাপল ইন্টেলিজেন্স পাবে, যেখানে রয়েছে নোটিফিকেশন সারাংশের মতো টুলের পাশাপাশি অন্যান্য পরিবর্তন।

যেমন– এতে রয়েছে একটি গ্যালারি অ্যাপ, যা একসঙ্গে লোকেশননির্ভর কনটেন্ট সংগ্রহ করবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews