বিশ্ব মানবাধিকার দিবসে বিএনপি নাশকতার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই নাশকতা মোকাবিলায় নেতা–কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। নির্বাচন ঘিরে দেশে–বিদেশে ষড়যন্ত্র চলছে বলেও উল্লেখ করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মানবাধিকার দিবস উপলক্ষে হঠাৎ করে মানববন্ধনের কর্মসূচির নামে নাশকতার পরিকল্পনা করছে। এই দেশে নির্বাচনের পক্ষের শক্তি যাঁরা আছেন, তাঁদের অনুরোধ করব, এই নাশকতা, গুপ্ত হত্যা, অগ্নিসন্ত্রাস প্রতিহত করবেন। আমাদের দলের নেতা–কর্মীদেরও সতর্ক অবস্থানে থাকতে হবে। যেন বিএনপি কর্মসূচির নামে কোথাও কোনো নাশকতা করতে না পারে।’
আজ শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।