কিছু দম্পতি আছেন, যারা অর্থ নিয়ে খুব কমই ঝগড়া করেন। তাদের সম্পর্ক দৃঢ়, কারণ তারা গড়ে তুলেছেন কিছু সচেতন ও কার্যকর অভ্যাস। একজন সম্পর্ক পরামর্শদাতা টিনা ফে বলছেন, টাকার বিষয়টা শুধু হিসাব-নিকাশ নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে নিরাপত্তা, স্বাধীনতা, মূল্যবোধ আর পারস্পরিক সম্মান। তাই টাকা নিয়ে শান্তি চাইলে মানতে পারেন এই ৭টি অভ্যাস:

আগে থেকেই টাকা নিয়ে কথা বলেন—শান্তভাবে। ঝগড়া এড়াতে আরেকজনকে দোষ না দিয়ে, সৎ ও কোমলভাবে আলোচনা শুরু করেন। সব খরচে রাখেন স্বচ্ছতা, বড় কেনাকাটার আগে একে অপরকে জানান, গোপন ব্যয়ের সুযোগ রাখেন না।

দুজনেই ভাগ করে নেন দায়িত্ব, একা একজন সব কিছু না সামলে, বিল দেওয়া, বাজেট তৈরি—সবকিছু ভাগাভাগি করেন। অন্তত কিছু অর্থ রাখেন যৌথ অ্যাকাউন্টে, একসঙ্গে টাকাপয়সা দেখা ও খরচের উপর দুজনেরই নজর থাকে, ঝগড়া কমে।

সাপ্তাহিক 'মানি মিটিং' করেন, ২০ মিনিট সময় বের করে একসঙ্গে খরচ, সঞ্চয় ও লক্ষ্যগুলো নিয়ে কথা বলেন। দুজনই জানেন তারা কত দেনায় আছেন, ঋণের অঙ্ক সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে পরিকল্পনা সহজ হয়।

স্ট্রেস বাড়ার আগেই কথা বলেন, ভয় বা দুশ্চিন্তা জমতে না দিয়ে আগেই বলেন—“এই নিয়ে একটু অস্বস্তি লাগছে…”

যেসব দম্পতি টাকা নিয়ে ঝগড়া করেন না, তারা মহৎ নন, তারা সঠিক অভ্যাসে অভ্যস্ত। ছোট ছোট এই রুটিনগুলোই দীর্ঘমেয়াদে তৈরি করে শক্ত ভিতের উপর দাঁড়ানো সম্পর্ক।

সূত্রঃ ডেইলি মোটিভেশন নিউজ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews