প্রথম দুই টেস্টে বড় হার। তবে বার্মিংহ্যামে সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডকে বেশ চেপে ধরেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ক্যারিবীয়রা ২৮২ রানে গুটিয়ে যাওয়ার পর ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংলিশরা, ৫৪ রান তুলতেই তারা হারিয়েছে ৫ উইকেট।

প্রথম ইনিংসে অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েটের ৬১, জেসন হোল্ডারের ৫৯ আর জসুয়া ডি সিলভার ৪৯ রানের পরও প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

ইংল্যান্ডের গুস অ্যাটকিনসন ৬৭ রানে ৪টি আর ক্রিস ওকস ৬৯ রানে নেন ৩টি উইকেট।

জবাবে জেডন সিলসের তোপে শুরু থেকেই ধুঁকতে থাকে ইংল্যান্ড। ৩ উইকেটে ৩৮ রান দিয়ে প্রথম দিন শেষ করে ইংলিশরা। দ্বিতীয় দিনে নেমেও ক্যারিবীয় বোলিং তোপ সামলাতে বেগ পেতে হয়েছে স্বাগতিকদের।

৫৪ রানে ৫ উইকেট হারানোর পর বেন স্টোকসকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করছেন জো রুট। রুট ২৬ আর স্টোকস ২ রানে অপরাজিত আছেন।

এমএমআর/এএসএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews