নয়াদিল্লি: বৃহস্পতিবার পাকিস্তানের ড্রোন হামলা সম্পূর্ণ রুখে দিয়েছে ভারত। এমন পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানালেন তারকারা। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা অনিল কাপুর লিখেছেন, ‘আমাদের যাঁরা রক্ষা করছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। প্রার্থনা করছি আপনাদের জন্য। আপনারাই আমাদের হিরো।’ সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী, সাংসদ কঙ্গনা রানাওয়াত, অনন্যা পান্ডে, শ্রদ্ধা কাপুর সহ আরও অনেকে। বহুদিন দেশের বাইরে রয়েছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা লিখেছেন, ‘সশস্ত্র বাহিনীর জওয়ানদের কাছে কৃতজ্ঞ। বীরের মতো আমাদের রক্ষা করছেন আপনারা।’ পরিচালক এস এস রাজামৌলির বক্তব্য, ‘সেনাবাহিনীর যে কোনও ভিডিও, ছবি দেখলেই পোস্ট করে দেবেন না। আগে ভালো করে নিশ্চিত হওয়া প্রয়োজন, সেটি আদৌ ঠিক ভিডিও বা ছবি কি না।’ রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি বলেছেন, ‘ভারত সব ধরনের সন্ত্রাসবাদের অভিশাপের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করছে। ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য আমরা গর্বিত।’ শিল্পপতি গৌতম আদানি বলেন, ‘এই সময়ই গোটা বিশ্ব ভারতের আসল শক্তি ও ঐক্য প্রত্যক্ষ করে। বৈচিত্র্যের মতোই একতাও ভারতের শক্তি।’ জ্যাভেলিন তারকা নীরজ চোপড়ার কথায়, ‘আমরা গর্বিত।’ সকলকে নিরাপদ থাকতে অনুরোধ করেছেন নীরজ। কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিংয়ের ছবি পোস্ট করে বার্তা দিয়েছেন টেনিস তারকা সানিয়া মির্জাও।