টানা দুইদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্যারীবীয় দেশ ডমিনিকান রিপাবলিকে শিশুসহ অন্তত ২১ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে চারজন মার্কিন নাগরিকও রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘরবাড়ি। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। দেশটির ৩২টি প্রদেশের বেশিরভাগ অঞ্চলেই বন্যা সতর্কতা জারি করা হয়েছে। সোমবার এই খবর প্রকাশ করেছে ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টি ফোর। এমন ভয়াবহ বন্যা ইতোপূর্বে কখনও দেখেনি ডমিনিকান রিপাবলিক। দেশটিতে গত ৪৮ ঘণ্টা ধরে টানা ভারী বৃষ্টি হচ্ছে। বন্যার পানিতে প্লাবিত হয়েছে শত শত বাড়িঘর। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজারও মানুষ। বানের স্রোতে অনেক সেতু ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বাসিন্দারা। কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টি ও বন্যা জনিত বিভিন্ন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের প্রাণহানি হয়েছে। এরমধ্যে তিনজন শিশুও রয়েছে। দেশটির ৩২টি প্রদেশের বেশিরভাগই বন্যা সতর্কতার আওতায় রয়েছে। দূযোর্গপ্রবণ এলাকা থেকে এখন পর্যন্ত ১৩ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়াতে দেশটিতে আগামী বুধবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এটিকে দেশের ইতিহাসে ‘সবচেয়ে ভয়াবহ বৃষ্টির ঘটনা’ বলে বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আবিনাদার। স্বজন হারানো পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন তিনি। দেশটিতে ভয়াবহ এই দূর্যোগের জন্যে মূলত জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন আবিনাদার। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনে যারা বিশ্বাস করে না, তারা এখন থেকে বিশ্বাস করা শুরু করুন।’ ফ্রান্স টুয়েন্টি ফোর।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews