ভেনেজুয়েলার দেশত্যাগী বিরোধী নেতা এদমুন্দো গোনসালেস উররুতিয়া স্পেনে পৌঁছেছেন। তিনি স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন।
গত জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে বিরোধ ও বিক্ষোভের ধারাবাহিকতায় ভেনেজুয়েলার একটি আদালত সম্প্রতি গোনসালেসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর আগে তিনি পরপর তিনবার আদালতের সমন উপেক্ষা করেন। কয়েক সপ্তাহ ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
আত্মগোপন থাকা অবস্থায় তিনি দেশ ছেড়ে স্পেনে যাওয়ার সিদ্ধান্ত নেন। গত শনিবার তিনি দেশ ছাড়েন। পরদিন রোববার তিনি স্পেনের রাজধানী মাদ্রিদে পৌঁছান।