ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা কনটেন্ট পলিসি সহজ করবে। পাশাপাশি অভিবাসন ও লিঙ্গ সম্পর্কিত বিষয়গুলোয় কয়েকটি সীমাবদ্ধতা সরিয়ে দেবে। সংস্থাটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেন, মেটা কনটেন্ট ফিল্টারিং সিস্টেমকে এমনভাবে পরিবর্তন করবে, যা শুধু ‘অবৈধ এবং গুরুতর মাত্রার লঙ্ঘন’-এ ফোকাস করবে। তিনি জানান, পোস্ট অপসারণের আগে কনটেন্ট ফিল্টার-গুলোকে আরও আত্মবিশ্বাস নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ফেসবুক এবং ইনস্টাগ্রামের ফিল্টারগুলো তুলনামূলক কম ‘খারাপ বিষয়বস্তু’ শনাক্ত করবে, তবে ভুল পোস্ট অপসারণের ঘটনা কমিয়ে আনবে। এটি মেটার প্রথম পরিবর্তন নয়। এ সপ্তাহের শুরুতে কোম্পানি তাদের গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান নিক ক্লেগকে সরিয়ে জর্জ ডব্লিউ বুশের সাবেক স্টাফ জোয়েল কাপলানকে নিয়োগ দিয়েছে। পরিবর্তনগুলো সম্পর্কে যুক্তরাষ্ট্রের রক্ষণশীল চ্যানেল ফক্স নিউজে একটি সাক্ষাৎকারে মন্তব্য করতে গিয়ে কাপলান বলেন, ‘যদি আপনি এটি টিভিতে বা কংগ্রেসের ফ্লোরে বলতে পারেন, তবে অবশ্যই ফেসবুক এবং ইনস্টাগ্রামেও তা বলা উচিত।’