ইরানের ইসফাহান কেন ইসরায়েলের টার্গেট

ইহুদিবাদী ইসরাইল কেন ইরানের ইসফাহানকে টার্গেট করতে চাইছে? এ বিষয়ে আলজাজিরা বলছে, শহরটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

ইরানের একটি প্রধান সামরিক বিমান ঘাঁটি ছাড়াও দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রস্থল নাতাঞ্জ শহরসহ বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা রয়েছে এ প্রদেশটিতে। নিকটবর্তী শহর নাতাঞ্জ ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনার কেন্দ্র।

ইসফাহানের তাৎপর্য এবং কেন ইসরাইল এটিকে হামলার স্থান হিসাবে বেছে নিয়েছে, সে সম্পর্কে বিবিসির সঙ্গে কথা বলেছেন সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মার্ক কিমিট। তিনি বলেন, ইসফাহান সত্যিই অনেকাংশে ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রশিক্ষণ, গবেষণা এবং কেউ কেউ বলেন ইরানের পারমাণবিক সক্ষমতার বিকাশ ঘটেছে এখানে। সুতরাং এটি একটি সম্ভাব্য স্থান যেখানে ইসরায়েল আঘাত করবে। কারণ ইসরায়েলিদের সবচেয়ে বড় ভয় আজকের অব্যাহত ক্ষেপণাস্ত্র নয় বরং আগামীকালের ইরানের একটি পারমাণবিক সক্ষমতা।

মার্কিন কর্মকর্তারা শুক্রবার দেশটির গণমাধ্যম সিবিএসকে বলেছেন, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত করেছে। তবে হামলার মাত্রা, সঠিক লক্ষ্যবস্তু এবং তা সেই লক্ষ্যবস্তুতে আঘাত করেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ইরানি গণমাধ্যমগুলো এ ঘটনাকে তেমন গুরুত্ব দিচ্ছে না।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews