ঈদে মুক্তি পাওয়া অন্যতম প্রশংসিত সিনেমা ‘উৎসব’। সম্প্রতি ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করে ওটিটি প্ল্যাটফর্ম তথা প্রযোজনা প্রতিষ্ঠান চরকি। নির্ধারিত সময়ে ও ভেন্যুতে আমন্ত্রিত সাংবাদিকরা প্রদর্শনীতে হাজির হলেও, তাদের জন্য সিনেমা হলে কোনও আসন বরাদ্দ রাখা হয়নি! 

এই বিষয়ে ভেন্যুতে নানান জটিলতা ও অসৌজন্যতামূলক আচরণের মুখোমুখি হতে হয় গণমাধ্যমকর্মীদের।

সিনেমার প্রচারণার জন্য আমন্ত্রণ জানিয়েও ওটিটি প্ল্যাটফর্ম তথা প্রযোজনা প্রতিষ্ঠান চরকি’র এ ধরনের অপেশাদার আচরণ পুরো বিনোদন সাংবাদিক সমাজকে অবমাননা ও অপমান করা হয়েছে বলে মনে করছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। 

তাই বাচসাস ‘চরকি’র এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। 

শুক্রবার (২০ জুন) বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে চরকি’র এমন ন্যাক্কার ও ধিক্কারজনক আচরণের জন্য নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ‘দেশের চলচ্চিত্রের সূচনালগ্ন থেকে চলচ্চিত্র সাংবাদিকরা চলচ্চিত্রের উন্নয়ন, বিকাশ ও প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাচসাস চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে সেতুবন্ধন রচনা করেছে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সাম্প্রতিক সময়ে বিনোদন সাংবাদিকদের সাথে কোনও কোনও সিনেমা নির্মাতা প্রতিষ্ঠান, প্রযোজক, পরিচালক, শিল্পীর অসৌজন্য ও জবরদস্তিমূলক আচরণ সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা মনে করি, দেশের সংস্কৃতির উন্নয়ন ও এগিয়ে নিতে নির্মাতা, প্রযোজক, শিল্পী, কলাকুশলী ও সাংবাদিকরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। এমতাবস্থায়, পারস্পরিক সহযোগিতামূলক আচরণ কাম্য। আমরা আশা করি, চরকি সংশ্লিষ্টরা সাংবাদিকদের সাথে যে অশোভনীয় ও অপমানজনক আচরণ করেছে, তার পুনরাবৃত্তি হবে না। প্রত্যেকের কাছ থেকে পারস্পরিক সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করি।’

বলা দরকার, ‘উৎসব’ সিনেমা বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের বিভিন্ন মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে সম্প্রতি।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews