মৌলভীবাজারের কুলাউড়া শহরে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় মো: আইয়ুব আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

নিহত আইয়ুব আলী কুলাউড়া উত্তর বাজারের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার আছরের নামাজ আদায়ের জন্য নিজ বাসা থেকে উত্তরবাজার জামে মসজিদে যাচ্ছিলেন তিনি। এ সময় বেপোরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং কুলাউড়া সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাটি শুনছি, তবে এখনো লিখিত অভিযোগ কেউ করেননি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews