সারা বিশ্বের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য গুগল জারি করেছে নতুন সিকিউরিটি আপডেট। সাইবার হামলার ঝুঁকি এড়াতে বিশেষজ্ঞরা বলছেন—এই আপডেট ‘অবিলম্বে’ ইনস্টল করা উচিত।
গুগল প্রতি মাসেই তার অ্যান্ড্রয়েড সিস্টেমের জন্য সিকিউরিটি বুলেটিন প্রকাশ করে, যা প্রথমে পাওয়া যায় Pixel ফোনে। এবারো তার ব্যতিক্রম হয়নি।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান Jamf-এর সিনিয়র সিকিউরিটি স্ট্র্যাটেজি ম্যানেজার অ্যাডাম বয়ন্টন বলেন,
“এই মাসের বুলেটিনে এখনও পর্যন্ত কোনো সক্রিয় সাইবার হুমকি ধরা পড়েনি, তবে বেশ কিছু গুরুতর দুর্বলতা (vulnerability) ঠিক করা হয়েছে। এর মধ্যে কয়েকটি এমন, যেগুলো কাজে লাগিয়ে হ্যাকাররা আপনার ফোনে প্রশাসনিক নিয়ন্ত্রণ নিতে পারে।”
এই আপডেট মূলত অ্যান্ড্রয়েড ফ্রেমওয়ার্কের ওপর ভিত্তি করে, যা সব অ্যান্ড্রয়েড অ্যাপের ভিত্তি হিসেবে কাজ করে। ফলে এটি সাইবার অপরাধীদের কাছে আকর্ষণীয় টার্গেট।
CVE-2025-26453, CVE-2025-26445, CVE-2025-26441 – এগুলোর মাধ্যমে হ্যাকাররা আপনার ফোনের সংবেদনশীল তথ্যে প্রবেশ করতে পারে।
CVE-2025-26443 – এর মাধ্যমে কোনো অ্যাপ নিজেই কোড চালিয়ে ক্ষতিকর কার্যক্রম চালাতে পারে।
যারা পুরোনো অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করছেন, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে। অনেক পুরোনো মডেল নিয়মিত সিকিউরিটি আপডেট পায় না। স্যামসাং, গুগল, অনার এখন ৭ বছরের সফটওয়্যার সাপোর্ট দিলেও অন্যান্য অনেক কোম্পানি এখনও পিছিয়ে।
এখনই ফোনের Settings > Software Update এ গিয়ে সর্বশেষ আপডেটটি ডাউনলোড করুন।
আপনার ফোন পুরোনো হলে এবং আর আপডেট না পেলে, নতুন মডেল বিবেচনা করা বুদ্ধিমানের কাজ।
“অ্যান্ড্রয়েডে মাসিক আপডেট আসে একটা কারণেই—সুরক্ষা,” বলেন বয়ন্টন। “আপনি যদি পুরোনো সফটওয়্যার চালান, তাহলে জানেন না কখন বিপদ এসে যাবে।”