বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সাথে চুক্তি সই করেছে ক্রাউন সিমেন্ট পিএলসি। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠানটির সাথে এ চুক্তি করে প্রাইম ব্যাংক। চুক্তি অনুযায়ী, ক্রাউন সিমেন্ট পিএলসি-এর সব কর্মীরা প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বিশেষ করে কার্ড, লোন ও ডিজিটাল ব্যাংকিং সল্যুশনসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিংসেবা উপভোগ করতে পারবেন। এ ছাড়াও প্রতিষ্ঠানটি নিরবচ্ছিন্নভাবে স্বয়ংক্রিয় করপোরেট পেমেন্টের জন্য ব্যাংকের ডিজিটাল পোর্টাল ‘প্রাইম পে’-এর সেবা উপভোগ করতে পারবেন।
প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: নাজিম এ চৌধুরী এবং ক্রাউন সিমেন্ট পিএলসি-এর গ্রুপ সিএফও মোহাম্মদ আহসান উল্লাহ, এফসিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও এরিয়া হেড, ঢাকা, করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং সাজিদ রহমান, হেড অব উইমেন ব্যাংকিং ও অ্যাফুয়েন্ট সেগমেন্ট শায়লা আবেদীন; হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ; এসভিপি ও টিম হেড, করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং সালেহ মো: মাহফুজুল হাসান এবং ক্রাউন সিমেন্ট পিএলসি-এর ডিজিএম ও হেড অব ট্রেজারি অ্যান্ড সিএমডি মো: মোকাররম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews