মাহিয়া মাহি অতিথি চরিত্রে অভিনয় করলেও পর্দায় তাঁর উপস্থিতির সময় নেহাত কম ছিল না। সেই সময়ের মধ্যেই জোরদার অভিনয়ে হলের দর্শকের মনে জায়গা করে নিতে পেরেছেন বলে মনে হয় না। এ ক্ষেত্রে মনে হয়েছে, টিমওয়ার্কের খামতি ছিল। একইভাবে ছোটবেলার রাজকুমারের বাবার চরিত্রে আরশ খানকে মনে হয়েছে তিনি ‘অভিনয়’ই করতে এসেছেন। সর্বোচ্চ চেষ্টা করেছেন অভিনয় করতে এবং এটাই দৃষ্টিকটু লেগেছে। মেকআপ দেখে মনে হয়েছে, ২০২৪ সালেও এমন মেকআপ হয়! হতে পারে, পরিচালক রূপসজ্জাকারীকে চরিত্রের বয়স বলে দেননি। কত বয়স—৭০, ৮০, নাকি ১০০? বেশি বয়স দেখাতে প্রস্থেটিকের বাড়াবাড়ি লাগবেই? বলিউডের রেখা, মনীষা কৈরালা, এমনকি দীপিকাকেও নায়কের মায়ের চরিত্রে দেখানো হয়েছে। মন্দ লেগেছে কি?



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews