মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের এর পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি গোলজার হোসেন, নজরুল হাসান, ছোটন, ফয়সাল আহমেদ, দপ্তর সম্পাদক মো. লিটন মাহমুদ, রুপা হোসেন, নাসিমা আক্তার রিতা, রাজ মল্লিক, সাজ্জাদ হোসেন, মো. শাহিন ।
এ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/তানিয়া