আগামী দেড় বছরে কী কী আনতে পারে অ্যাপল?

‘গ্লাস বা কাঁচের’ আইফোন তৈরিতে কাজ করছে অ্যাপল– এমনই দাবি উঠেছে নতুন এক প্রতিবেদনে।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, এ নতুন ধরনের আইফোন ছাড়াও আগামী কয়েক বছরে আরও কিছু নতুন পণ্য বাজারে আনতে যাচ্ছে কুপার্টিনোভিত্তক কোম্পানিটি, যার মধ্যে রয়েছে স্মার্ট চশমা ও ঘরের জন্য কাজ করবে এমন এক রোবট।

এ খবরটি এমন এক সময়ে এল যখন জোর গুঞ্জন চলছে, ২০২৭ সালে একেবারে নতুন ডিজাইনের আইফোন আনছে অ্যাপল।

এর আগে ইনফরমেশন এক প্রতিবেদনে লিখেছিল, ২০২৭ সালে প্রথমবারের মতো এমন এক আইফোন আনতে পারে অ্যাপল, যার স্ক্রিন থাকবে ডিভাইসের একেবারে কিনারা পর্যন্ত।

অনেক দিন ধরেই গুঞ্জন রয়েছে, অ্যাপল তাদের আইফোন থেকে নচ ও কাট-আউট সরিয়ে দিতে চায়, যেগুলো এখনও পর্যন্ত পুরো স্ক্রিন ডিজাইন বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে এটি করা কঠিন, কারণ এতে সামনের ক্যামেরায় জটিলতা তৈরি হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

আগের কিছু প্রতিবেদনে বলা হয়েছে, এ সমস্যা সমাধানে ক্যামেরা ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান ডিভাইসের স্ক্রিনের নিচে বসানোর পরিকল্পনা করছে অ্যাপল।

এদিকে, ব্লুমবার্গের প্রতিবেদনে আইফোন ‘বাঁকা’ হবে বলে কি বোঝানো হয়েছে তা স্পষ্ট নয়। বিষয়টি এমন হতে পারে, আইফোনের কাঁচ পুরো ডিসপ্লেটিকে ঘিরে থাকবে অর্থাৎ দীর্ঘদিন ধরে আইফোনে ব্যবহারকারীরা যেভাবে দেখছেন সেই চ্যাপ্টা পাশ আর হয়তো থাকবে না।

একই প্রতিবেদন অনুসারে, ২০২৭ সালে নিজেদের প্রথম ফোল্ডএবল ফোন বাজারে আনতে পারে অ্যাপল। গুঞ্জন রয়েছে, অ্যাপল এমন এক ডিভাইস তৈরিতে কাজ করছে যেটি ভাঁজ করে ছোট করা যায়। তবে শোনা যাচ্ছে, বর্তমানে প্রযুক্তির অবস্থা নিয়ে কিছুটা হতাশ আইফোন নির্মাতা মার্কিন কোম্পানিটি।

ব্লুমবার্গ প্রতিবেদনে আরও লিখেছে, ২০২৭ সালে অ্যাপল স্মার্ট চশমাও বাজারে আনতে পারে, যা মেটার স্মার্ট চশমার প্রতিদ্বন্দ্বী হবে। সেই সঙ্গে ক্যামেরাওয়ালা এয়ারপডস ও অ্যাপল ওয়াচের মতো আরও কিছু স্মার্ট ডিভাইসও আনতে পারে কোম্পানিটি।

ওই বছরই দীর্ঘদিন ধরে গুঞ্জন থাকা অ্যাপলের হোম রোবটও বাজারে আসতে পারে, যেটির ‘ব্যক্তিত্ব’ থাকবে ও ঘরের সহকারী হিসেবে কাজ করবে।

ফিজিক্যাল রোবট নিয়ে প্রকাশ্যেই কাজ করছে অ্যাপল, যার মধ্যে সম্প্রতি পরীক্ষামূলক এক রোবটিক ল্যাম্প দেখিয়েছে কোম্পানিটি, যেটি আবেগ প্রকাশের মতো ভঙ্গিতে নড়াচড়া করতে পারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews