কোচিং ক্যারিয়ারে পেপ গার্দিওলার কতশত অর্জন, সেখানে হয়তো কলঙ্কের দাগ ফেললো এই দিনটা। ব্রাইটনের কাছে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে হেরেছে ম্যানসিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ হার। কোচ হিসেবে কখনও টানা চার হার দেখেননি গার্দিওলা।

ব্রাইটন ২-১ গোলে হারিয়েছে ম্যানসিটিকে। পিছিয়ে পড়েও বিরতির পর দুই গোল দিয়েছে তারা ঘরের মাঠে। এনিয়ে প্রিমিয়ার লিগে টানা দুই হার দেখলো সিটি। এছাড়া লিগ কাও ও চ্যাম্পিয়নস লিগে হেরেছে তারা।

লিগ কাপে টটেনহ্যামের কাছে হার দিয়ে শুরু, তারপর প্রিমিয়ার লিগে বোর্নমাউথের চমক। চ্যাম্পিয়নস লিগে স্পোর্তিং লিসবনের কাছে হারের পর ব্রাইটনের মাঠে পরাজয়।

২৩ মিনিটে আর্লিং হাল্যান্ড গোল করে এগিয়ে দেন সিটিকে। বিরতির পর ৭৮ মিনিটে জোয়াও পেদ্রো সমতা ফেরান। ৫ মিনিট পর ও'রাইলিকে দিয়ে গোল করান তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews