স্যোশাল মিডিয়ায় বিনোদনের অন্যতম জুটি আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং রিয়ামণি। অসুস্থ বিনোদন দিয়ে আলোচনায় আসা হিরো আলম অনেকটাই আলোচনায় আসেন আওয়ামী আমলে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে। স্যোশাল মিডিয়ায় হিরো আলম-রিয়ামণি মানে বিনোদনের শেষ নেই। কখনও ভুলভাল ডায়লগ দিয়ে আবার কখনও বিকৃত করে গান গেয়েও জনগণের তামাশার পাত্র হয়েছেন হিরো। তবে তাতে আলমের কি আসে যায়,সে রীতিমতো আইকন হয়ে গেছে অসুস্থ বিনোদন দিয়ে।
সম্প্রতি বাবা হারিয়েছেন আলম। তারপর থেকেই নতুন করে আলোচনায় আসেন তার এবং রিয়ামণির সম্পর্কে ফাটল নিয়ে। বিভিন্নভাবে খবর আসে রিয়ামণিকে বিয়ে করেননি তিনি,তবুও একসাথে করছেন সংসার। এদিকে হিরো আলমের বাবার মৃত্যুতে রিয়ামণির অবহেলা ছিল দাবি করে একসাথে সংসার না করার কথাও বলেন আলম।
এমনকি সম্প্রতি প্রতারণার অভিযোগ তুলে হিরো আলমের নামে ধর্ষণ মামলাও করেন রিয়ামণি। পরবর্তীতে নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে সেই মামলা তুলেও নেন। তবে এবার এক ভয়াবহ বিষয় নিয়ে আলোচনায় এসেছেন আলম। আজ (১২ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আলম। যেখানে তার প্রতি অনাস্থার জেরে রিয়ামণির উদ্দেশ্যে কিছু বার্তা দিয়েছেন তিনি।
এসময় তিনি আগামীকাল তার জানাজার কথা জানান স্যোশাল মিডিয়ায়।
পোস্টে আলম বলেন, 'রিয়ামনি মিথ্যা কথা বলে তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম হিরো আলমের ওষুধ খেয়ে মরে না আজকে সত্যি সত্যি মারা যাবো রিয়া মনি ভালোবাসা মিথ্যে ছিল মেনে নিতে পারলাম না রিয়ামনি কতো ভালো বাসি আজকে নিজেকে শেষ করে বুজে দিবো আমি রিয়াল ছিলাম কাল বিকাল ৫ জানাজা আমার নিজ বাসায়'
এদিকে তার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই তাকে ধৈর্য্য ধারণের জন্য অনুরোধ করছেন। আবার অনেকেই নিচ্ছেন মজা। একজন লিখেছেন, ঢাকা ১৭ আসনের ইলেকশন করবে কে তাহলে? আরেকজন লিখেছেন,এবার হয়তো দেশের মানুষ একটু শান্তি পাবে। এছাড়া অনেকেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত না নেওয়ার জন্য অনুরোধ করছেন কমেন্ট বক্সে।