বিকেল সাড়ে পাঁচটার দিকে বন্ধু সুরমা সরদারের মেসেঞ্জারে বার্তা পাঠিয়েছিলেন আফসানা করিম রাচি। জানতে চেয়েছিলেন, মেয়েদের জন্য ক্যাম্পাসে কোনো ব্যান্ডমিন্টন কোর্ট আছে কি না। কিন্তু সুরমা বার্তাটি সঙ্গে সঙ্গে দেখতে পারেননি। যখন দেখেছেন, তখন আর বন্ধু জীবিত নেই।
ব্যান্ডমিন্টন, হ্যান্ডবল, নাচ-গান, উপস্থাপনা—সবকিছুতেই পারদর্শী ছিলেন আফসানা। সদ্য বিশ্ববিদ্যালয়ে পা দেওয়া বন্ধুরা বুঝে উঠতে পারছেন না, কী থেকে কী হয়ে গেল! সুরমার ভাষায় ‘ও একটা পারফেক্ট মেয়ে ছিল’।
আফসানা করিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তাঁর মৃত্যু হয়। ওই রাতেই তাঁর মরদেহ ঢাকার বাসায় নেওয়া হয়।