ইডেন গার্ডেন্সে মন্থর ও গ্রিপিং পিচে পেসারদের তুলোধুনো করলেন পাঞ্জাব কিংসের দুই ওপেনার প্রিয়ানশ আরিয়া ও প্রভসিমরান সিং। চলতি আইপিএলে পাঞ্জাব প্রথম শতরানের জুটিতে কলকাতা নাইট রাইডার্সের সামনে ২০১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। রান তাড়ায় রোমাঞ্চ ছড়ানোর আভাস পেলেও বৃষ্টি বাগড়া দিলো। ১ ওভারে কলকাতা ৭ রান তোলার পর নামা বৃষ্টির কারণে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করার পর ম্যাচ ‘নো রেজাল্ট’ ঘোষণা করা হয়।

দুই দলই একটি করে পয়েন্ট পেয়েছে। তাতে পাঞ্জাব ১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। সাত পয়েন্ট নিয়ে সপ্তম।

আগে ব্যাটিংয়ে নেমে আরিয়া ও প্রভসিমরানের ব্যাটিং ঝড়ে প্রথম উইকেটে ১২০ রান তোলে পাঞ্জাব। চলতি আইপিএলে তাদের একমাত্র শতরানের ওপেনিং জুটি ছিল এটি। আরিয়া ৩৫ বলে ৬৯ রান করেন। প্রভসিমরান ৪৯ বলে ৮৩ রান করেন। ২৩০ রানের প্রজেক্ট স্কোর দেখালেও শেষ দিকে ব্যাটাররা সুবিধা করতে পারেননি। শেষ ৬ ওভারে মাত্র ৪২ রান যোগ হয় স্কোরবোর্ডে।

দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের আট ওভারে ৭৪ রান তোলে পাঞ্জাব। কলকাতার আরেক বিশেষজ্ঞ স্লো বোলার হার্ষিত রানা দুই ওভারে দেন ২৭ রান।

স্পিন-পেস হিসাবনিকাশ করে চড়াও হয়েছেন আরিয়া। পেসারদের বিপক্ষে ২০ বল খেলে ৫০ রান তোলেন তিনি, বাকি ১৯ রান করেছেন ১৫টি স্পিন বলে। প্রভসিমরান স্পিনারদের খেলেছেন ২২ বল, করেন ৪১ রান। শুরুতে তিনি ভুগেছেন, একটা সময় তার রান ছিল ৩২ বলে ৩৪ রান। তারপর নারিনকে এক ওভারে ২২ রান তুলে ইনিংসের গতি বাড়ান তিনি। ক্যারিবিয়ান স্পিনারের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এক ওভারে সর্বোচ্চ ২৩ রান ছিল। নিজের শেষ ১৭ বলে ৪৯ রান করেন প্রভসিমরান। তার সঙ্গে ৪০ রানের জুটিতে মাত্র ৫ রানে অবদান রাখেন শ্রেয়াস আইয়ার।

ডেথ ওভারে পাঞ্জাব সুবিধা করতে পারেনি। বরুণ ও নারিনের শেষ ওভারে দুজনে মিলে ১৩ রান দেন। আন্দ্রে রাসেল টানা দুই ওভারে রিভার্স সুইং দিয়ে ভোগান পাঞ্জাবের ব্যাটারদের। তাতে যে ধারণা করা হয়েছিল, সেই রান জমেনি স্কোরবোর্ডে।

২০২ রানের লক্ষ্য পূরণ করা কলকাতার জন্য অসম্ভব ছিল না। শিশির বেশি পড়ার সুবিধা নিতে পারতো তারা। কিন্তু কোনও সুযোগই দিলো না বৃষ্টি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews