শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীরা ডেন্টোনিয়া পার্কে শহীদ মিনার চত্বরে একত্রিত হন, যেখানে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
নগরীর ভিক্টোরিয়া পার্ক এভিনিউ ও ড্যানফোর্থ এভিনিউয়ের মেট্রো পার্কিং এলাকায় দুপুর ১২টা থেকেই জনসমাগম শুরু হয়। “এসো হে বৈশাখ” গানের সমবেত পরিবেশনে মুখর হয়ে ওঠে চারপাশ। দুপুর ১টার পর শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, যা ডজ রোড পর্যন্ত গিয়ে আবার মেট্রো পার্কিং এলাকায় ফিরে আসে।
রবিবার (২০ এপ্রিল) টরন্টোর বাঙালি অধ্যুষিত ড্যানফোর্থ এলাকায় হাজারো প্রবাসী বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই শোভাযাত্রা পরিণত হয় এক উৎসবমুখর জনসমুদ্রে।
এই বিভাগের আরও খবর