ক্রীড়াঙ্গনে বর্ণবাদী আচরণ বন্ধে আইনি পদক্ষেপসহ নানান ধরনের উদ্যোগ নিয়ে থাকেন আয়োজকরা। তবুও যেন ঘৃণ্য এ প্রথার কালো থাবা থেকে মুক্তি মিলছে না ক্রীড়াবিদদের। মানবিক এ দোষকে যেন কোনোভাবেই মুছে ফেলা যাচ্ছে না ক্রীড়াঙ্গন থেকে। এমনকি বর্ণবাদী আচরণের শিকার মানুষকেও মাঝেমাঝে বর্ণবাদী হয়ে ওঠতে দেখা যাচ্ছে।

এই যেমন গতকাল রোববার আইপিএলে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে ভারতীয় সাবেক ক্রিকেটার হরভজন সিংয়ের বিরুদ্ধে। ইংল্যান্ডের পেসার জোফরা আরচারকে নিয়ে স্পর্শকাতর এক মন্তব্যের জেরে এমন অভিযোগ তোলেন ক্রিকেটপ্রেমীরা। অথচ হরভজনই এক সময় বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন বলেও জানা গেছে।

রোববার রাজিব গান্ধী স্টেডিয়ামে রাজস্থান-হায়দরাবাদ ম্যাচে হিন্দি ভাষায় ধারাভাষ্য দিচ্ছিলেন হরভজন। তখন সাবেক ভারতীয় স্পিনারের এক মন্তব্যে বর্ণবাদের গন্ধ পান অনেকে।

Harbhajan Singh has called Jofra Archer a black taxi driver with a high meter value just now in the Hindi commentary. This is vile and disgusting. Please ban him.

— ` (@FourOverthrows) March 23, 2025

হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভার বোলিং করে কোনো উইকেট ছাড়া ৭৬ রান খরচা করেন আরচার। আইপিএলের ইতিহাসে এক ইনিংসে যা কোনো বোলারের সবচেয়ে বেশি রান বিলানোর রেকর্ড।

Racism at Peak
Harbhajan Singh Calling Archer Kali Taxi pic.twitter.com/ijdEqFgNbX

— ‎ (@Biswajeet_2277) March 23, 2025

আরচারের রান খরচার বিষয়টিকে মজার ছলে বলতে গিয়েই আপত্তিকর মন্তব্যটি করেন হরভজন। ধারাভাষ্যে তাকে বলতে শোনা যায়, লন্ডনের কালো ট্যাক্সির মিটারের মতো, আরচারের মিটারও একটু বেশি চলছে।

এ বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন ক্রিকেটভক্তরা। পোস্ট করে নিজেদের প্রতিক্রিয়া জানান তারা।

কেউ কেউ মনে করছেন, আরচারকে কালো ট্যাক্সি বলেছেন হরভজন। যার জন্য তার ক্ষমা চাওয়া উচিত। আবার কেউ তুলেছেন নিষেধাজ্ঞার দাবিও।

যদিও এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি হরভজন।

রোববারের এ ম্যাচে শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ২৮৬ রান করে হায়দরাবাদ। জবাবে ৬ উইকেটে ২৪২ রান তোলে রাজস্থান। ৪৪ রানের জয় পায় হায়দরাবাদ।

এমএইচ/জেআইএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews