বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা দক্ষিণ লেবাননে একজন হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করেছে। তারা বেকা উপত্যাকায় নতুন দফায় লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশও ঘোষণা করে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নিহত কমান্ডারকে হুসেইন আওয়াদা বলে শনাক্ত করেছে এবং ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য সে দায়ী বলে জানিয়েছে।

ইসরায়েল লেবাননের কিছু অংশে কয়েক দফা সরে যাওয়ার নির্দেশ জারি করে বলেছে, হিজবুল্লাহ জঙ্গি স্থাপনার কাছাকাছি থাকার কারণে লোকজনকে সেখান থেকে সরে যেতে হবে। এই নির্দেশ সাধারণত ইসরায়েলি বিমান হামলার আগে দেয়া হয়।

লেবাননে জাতিসংঘের বিশেষ সমন্বয়ক জেনিস হেনিস-প্লাচার্ট বলেন, লেবাননজুড়ে বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে এমন অন্যান্য ঘটনার পর ইসরায়েলি হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ‘বেসামরিক মানুষের দুর্ভোগ নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে।’

ইসরায়েল বুধবার লেবানন থেকে ৫০টির বেশি প্রজেক্টাইল ছোঁড়ার কথা জানায়। অন্যদিকে হিজবুল্লাহ বলেছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews