চলতি বছর আসন্ন হোম সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। স্বাগতিকরা ক্যারিবিয়ানদের বিপক্ষে দুটি টেস্ট এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন ফরম্যাটের সিরিজ খেলবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে।
২ অক্টোবর আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষ প্রথম টেস্ট দিয়ে শুরু হবে ভারতের হোম সিজন। শেষ টেস্ট হবে ১০ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে। ওয়েস্ট ইন্ডিজ সবশেষ ভারতীয় উপমহাদেশে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ২০১৮ সালে, হেরেছিল ২-০ তে।
দক্ষিণ আফ্রিকার ভারত সফরও শুরু হবে টেস্ট দিয়ে। দুই টেস্টের প্রথমটি হবে ১৪ নভেম্বর নয়াদিল্লিতে। ২২ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট। প্রথমবার লাল বলের ক্রিকেট আয়োজন করবে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম। দুটি সিরিজই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
দুই দল পরে তিনটি ওয়ানডে খেলবে। সবগুলো ম্যাচই হবে দেশের পূর্বাঞ্চলে- রায়পুর, রাঁচি ও ভিজাগে। মাসব্যাপী এই সফর শেষ হবে পাঁচটি টি-টোয়েন্টি দিয়ে। ২০২৬ সালের মার্চে ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখে কটাক, মুল্লানপুর, ধর্মশালা, লখনউ ও আহমেদাবাদে হবে ম্যাচগুলো।