এআই চিপ নিয়ে আলোচনা করতে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ দক্ষিণ কোরিয়া সফরের পরিকল্পনা করছেন।
খবর অনুসারে, মার্ক জাকারবার্গ তার সফরের গুরুত্বপূর্ণ বৈঠকের সময়সূচি নির্ধারণ করছেন। বিস্তারিত কিছু না জানিয়ে বুধবার এক বিবৃতিতে মেটা এই তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বুধবার দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র সিউল ইকোনমিক ডেইলি জানায়, এআই চিপ সরবরাহ এবং অন্যান্য জেনারেটিভ এআই ইস্যু নিয়ে আলোচনা করতে চলতি মাসের শেষের দিকে জাকারবার্গ স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান জে ওয়াই লি'র সঙ্গে সাক্ষাৎ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।মেটা সিইও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন বলে জানিয়েছে পত্রিকাটি।
২০১৩ সালের পর এটিই হবে তার প্রথম দক্ষিণ কোরিয়া সফর। প্রেসিডেন্টের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, জাকারবার্গ ইয়ুনের সঙ্গে বৈঠক চেয়েছিলেন, তবে বিস্তারিত কিছু জানাননি।
স্যামসাং কমেন্ট করতে অস্বীকার করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল