ইভেন্ট বক্সের আয়োজনে ‘কালচারাল ফেস্ট ২.০’ নামে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর তরুণ-তরুণীদের প্রতিভার লড়াই। ১৫ নভেম্বর (শুক্রবার) রাজধানীর গুলশানে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে কালচারাল ফেস্ট ২০২৪ আয়োজিত হবে। নাচ, গান, মঞ্চাভিনয় ও ছবি আঁকা- এই চার বিষয়ের প্রতিযোগিতায় অংশ নেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে কনসার্ট করবে পাঁচটি ব্যান্ডদলÑ ক্যালিপসো, তরুণ ব্যান্ড, কাকতাল, রাফা ও শিরোনামহীন। কালচারাল ফেস্টের আয়োজক ‘ইভেন্ট বক্স’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বলেন, প্রতিভাবান তরুণদের শিল্প ও প্রতিভা বিকাশের প্ল্যাটফর্ম কালচারাল ফেস্ট গত বছরই জনপ্রিয়তা অর্জন করেছে। এ ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে আয়োজন হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ ১৫টি বিশ্ববিদ্যালয়ের প্রতিভা অংশ নিতে যাচ্ছে এই প্রতিযোগিতায়। বিচারক হিসাবে চার বিভাগে থাকছেন দেশের স্বনামধন্য ও সম্মানিত চার জন শিল্প ও সাংস্কৃতিক ব্যক্তিত। সারাদিনব্যাপী চলবে প্রতিযোগিতা আর চিত্র প্রদর্শনী যেখানে স্থান পাবে প্রতিযোগীদের সৃষ্ট চিত্রকর্ম ছাড়াও অসাধারণ সব শিল্পকর্ম। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে সকাল ৯ টার দিকে। ফেস্ট শুরুর সময় সকাল ১০ টা এবং কনসার্ট শুরু হবে বিকাল ৪ টায়। ইভেন্ট বক্স এর অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকেট কেনা যাবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews