দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার দাউদকান্দি পৌরসদরে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে যৌথবাহিনী।
শনিবার (২২ মার্চ) দিবাগত রাতে উপজেলার কাঠবাজার সংলগ্ন খাদ্য গুদামের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে রোববার তাদের আদালতে পাঠানো হয়।
আটকরা হলেন- দাউদকান্দি পৌরসদরের সতানন্দি গ্রামের নাছির খানের ছেলে লামিম খান (২১), পশ্চিম মাইজপাড়া গ্রামের মামুন মিয়ার ছেলে রিফাত হোসেন (২২), উত্তর নছুরুদ্দী গ্রামের মজিবুর রহমানের ছেলে রাহিম (১৯) ও মুন্সীগঞ্জ জেলার গাজারিয়া উপজেলার ভাসারচর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে সাব্বির আহম্মেদ (২৯)।
এ সময় তাদের সাথে থাকা একটি চাপাতি ও তিনটি ছোরা উদ্ধার করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী বলেন, ‘আটক চার ডাকাতকে রোববার আদালতে পাঠানো হয়েছে।’