অস্ট্রেলিয়ার সবচেয়ে আইকনিক ক্রিকেট স্টেডিয়ামগুলোর একটি ও টেস্ট ক্রিকেটের অনেক স্মরণীয় মুহূর্তের সাক্ষী গাব্বা স্টেডিয়াম। ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামটি ২০৩২ অলিম্পিকের পর ভেঙে ফেলা হবে।

ব্রিসবেনে অনুষ্ঠেয় ২০৩২ গ্রীষ্মকালীন অলিম্পিককে সামনে রেখে ৬৩ হাজার ধারণক্ষমতা সম্পন্ন নতুন স্টেডিয়াম ও ইনডোর সুইমিং ভেন্যু নির্মাণ করা হচ্ছে। এ কারণে অলিম্পিকের পর গাব্বা স্টেডিয়ামটি ভেঙে ফেলা হবে।

২০৩২ ব্রিসবেন অলিম্পিকসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের পাশাপাশি অ্যাথলেটিক্সও আয়োজন করা হবে নতুন এই স্টেডিয়ামে। মঙ্গলবার এই পরিকল্পনার ঘোষণা দিয়েছে কুইন্সল্যান্ড সরকার। এই স্টেডিয়ামই হবে উঠবে ব্রিসবেনে ক্রিকেটের নতুন আবাসস্থল।

কুইন্সল্যান্ডের প্রিমিয়ার ডেভিড ক্রিসাফুলি এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। ব্রিসবেন শহরের প্রাণকেন্দ্রেই নতুন এই স্টেডিয়াম ও এ্যাকুয়াটিক সেন্টার গড়ে তোলা হব। এ্যাকুয়াটিক সেন্টারে ২৫ হাজার সমর্থক একসাথে বসে প্রতিদ্বন্দ্বিতা উপভোগ কত পারবেন। 

এ সম্পর্কে ক্রিসাফুলি গণমাধ্যমে বলেছেন, ‘শেষ পর্যন্ত কুইন্সল্যান্ড একটা পরিকল্পনা করতে পেরেছে। সময়ই এখন সবকিছু বলে দিবে। আশা করছি নতুন স্টেডিয়াম দেখে সকলে আকৃষ্ট হবে।’

২০৩২ অলিম্পিক কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনে অনুষ্ঠিত হবে। এই শহরেই ২০২১ এর জুলাইয়ে প্যারালিম্পিকস আয়োজিত হয়েছিল। ১৯৫৬ মেলবোর্ন ও ২০০০ সিডনি গেমসের পর তৃতীয়বারের মত আবারো অলিম্পিক ফিরে আসলো অস্ট্রেলিয়ায়। 

দুই বছর আগে তৎকালীন সরকার জনপ্রিয় গাব্বা ক্রিকেট গ্রাউন্ডটাকে সংস্কারের ঘোষণা দিয়েছিল। এর সাথে ১৭ হাজার আসন বিশিষ্ট ইনডোর স্টেডিয়াম নির্মাণেরও পরিকল্পনা ছিল। 

কিন্তু সেই পরিকল্পনাকে উড়িয়ে দিয়ে ক্রিসাফুলি বলেছেন সংষ্কার কাজে যে পরিমাণ অর্থ ব্যয় হবে তার থেকে একটি স্থায়ী সমাধান প্রয়োজন। ৬৩ হাজার আসন বিশিষ্ট নতুন স্টেডিয়ামটি ক্রিকেটের পাশাপাশি ভবিষ্যতে অন্যান্য বড় ইভেন্টের জন্য ব্যবহৃত হবে।

বিডি প্রতিদিন/নাজিম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews