এমন বিরল সৌভাগ্য আর কার হতে পারে? দক্ষিণ কোরিয়ান ফুটবলার সন হিউং মিন খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব টটেনহ্যাম হটস্পারে। এই ক্লাবটিতে ১০ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন সম্প্রতি। সেই টটেনহ্যামের জার্সিতে শেষ ম্যাচটি খেললেন নিজ দেশের ঘরের মাঠে!

সিউল বিশ্বকাপ স্টেডিয়ামে প্রাক মৌসুম প্রস্তুতি পর্বে এশিয়া সফরের শেষ ম্যাচটি খেলতে টটেনহ্যাম নেমেছিল আরেক ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। এটাই ছিল টটেনহ্যামের জার্সিতে সন হিউং মিনের (Son Heung-min) শেষ ম্যাচ। নিজ দেশের মাটি থেকে প্রিয় ক্লাবের শেষ ম্যাচ খেলার সৌভাগ্য আর কোনো ফুটবলার অর্জন করেছেন কি না সন্দেহ।

তবে ম্যাচটিতে ১-১ গোলে ড্র করে ফেলেছে টটেনহ্যাম-নিউক্যাসল (tottenham vs newcastle)। ম্যাচের চতুর্থ মিনিটে ব্রেনন জনসনের গোলে টটেনহ্যাম (tottenham) এগিয়ে গেলেও ৩৮তম মিনিটে সেটি শোধ করে দেন নিউক্যাসলের (newcastle) হার্ভে বার্নাস। সন ছিলেন শুরুর একাদশে। তবে তাকে ৬৫তম মিনিটে তুলে নেন কোচ।

সিউল বিশ্বকাপ স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে সনকে গার্ড অব অনার প্রদান করা হয়। ম্যাচ শেষে যখন মাঠ ত্যাগ করছিলেন, দর্শকরা উঠে দাঁড়িয়ে হাত তালি দিয়ে তাকে বিদায় জানান। এ সময় টানেলে প্রবেশ করতে করতে দেখা যায় সনের চোখে পানি। বিদায় বেলায় বেশ আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন তিনি।

son

একদিন আগেই সন ঘোষণা করেছিলেন, তিনি এই মৌসুমেই টটেনহ্যাম ছেড়ে যাচ্ছেন। জানা গেছে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ক্লাব লস অ্যাঞ্জেলেসে যোগ দেবেন তিনি। সন তার টটেনহ্যাম ছাড়ার সিদ্ধান্তকে ‘জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন।

আইএইচএস/



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews