মোহাম্মদ আলমাদৌন একজন চিত্রশিল্পী। ছবি আঁকা নিয়ে তাঁর কিছু পরিকল্পনাও ছিল। সবকিছু ঠিকঠাক এগোলে গত মাসে বাড়ি থেকে কয়েক হাজার মাইল দূরে ছবি আঁকায় ব্যস্ত সময় কাটিয়ে দিতে পারতেন। কিন্তু বড় সুযোগ পেয়েও তা আর হয়নি আলমাদৌনের ভাগ্যে।
৪৪ বছর বয়সী আলমাদৌন গাজা উপত্যকার একজন ভিজ্যুয়াল আর্টিস্ট। মাসব্যাপী ছবি আঁকার একটি কর্মশালায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর। আয়ারল্যান্ডের বারেন কলেজ অব আর্ট থেকে এই আমন্ত্রণ পেয়েছিলেন। সেখানে আরও শিল্পীদের আসার কথা ছিল। নিজেদের ধারণা, পরিকল্পনা আদান–প্রদানের সুযোগ ছিল। কিন্তু পরিকল্পনা করেও যেতে পারেননি আলমাদৌন। যুদ্ধের কারণে রাফাহ ক্রসিংয়ে আটকে আছেন তিনি।
আয়ারল্যান্ডের উদ্দেশে আলমাদৌনের নির্ধারিত ফ্লাইট ছিল গত ৭ অক্টোবর। একই দিনে হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালান। শুরু হয় ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত। এ ঘটনায় আটকা পড়েন তিনি।