আলেমরাই একদিন এ দেশের নেতৃত্ব দেবে মন্তব্য করে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘বর্তমানে মাদরাসার ছাত্ররাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হচ্ছে। ইসলাম ও কোরআনের আলোকে জীবনযাপন শুরু করলে মানুষের মধ্যে ঈমানী শক্তি বৃদ্ধি পাবে। রাসূলের সা: জীবন অনুসরণ করলে দায়িত্বশীল ব্যক্তিরা অন্যায় পথে চলতে পারবে না।’

তিনি বলেন, ‘রাষ্ট্র ও সমাজে আল্লাহর প্রদর্শিত পথে চলবে সবাই। দেশে সকল প্রকার দুর্নীতি, অনিয়ম বন্ধ হয়ে যাবে। শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা এগিয়ে আসবে।’

বুধবার (২০ নভেম্বর) ছারছিনা দরবার শরীফের মরহুম পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেবুল্লাহ র: ইসালে সাওয়াব ও দারুননাজাত নেছারিয়া হিফজখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমরা দ্রুততম সময়ে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করব। বিশেষ করে অবাধ ও সুষ্ঠ নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। আমরা ক্ষমতা উপভোগ করতে আসিনি।’

তিনি আরো বলেন, ‘যারা আগামীতে ক্ষমতায় আসবেন, তাদের পথকে সুগম করতেই আমরা রাষ্ট্রের দায়িত্ব পালন করছি। বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের জায়গা হবে না। আগামীতে হক্বের পথে রাষ্ট্র পরিচালিত হবে, ইনশাআল্লাহ। মহান আল্লাহর পথই হবে একমাত্র মুক্তির পথ। যেখানে শান্তি প্রতিষ্ঠা হবে সহজে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছারছিনা দরবার শরীফের পীর হযরত মাওলানা মুফতী শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হোসাইন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল আ খ ম আবুবক্কর সিদ্দীক।

এ সময় বিশেষ অতিথি ছিলেন ছারছিনা কামিল মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা রুহুল আমীন আফসারি ও ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: ইবরাহীম ও ধর্ম উপদেষ্টার একান্ত সহকারী সচিব শরিফুল ইসলাম।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews