২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলেছে বিশ্বজুড়ে অনেক দল। উয়েফা নেশনস লিগের চূড়ান্ত পর্বও হয়ে গেল। দক্ষিণ এশিয়ান ফুটবলে ছিল সাফ ফুটবল টুর্নামেন্ট। অক্টোবর মাসে বিশ্বজুড়ে আন্তর্জাতিক ম্যাচ কম হয়নি। ফিফার হিসাব অনুযায়ী, সব মিলিয়ে ১৬০টি ম্যাচ হয়েছে এ মাসে। সেটিরই প্রভাব পড়েছে আজ প্রকাশিত ফিফার সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে।

সেখানে বাংলাদেশের জন্য সুখবরই থাকছে। সাফে আরও একবার গ্রুপ পর্বে বাদ পড়েছে বাংলাদেশ—২০০৯ সালের পর এ নিয়ে টানা পঞ্চমবারের মতো। তবে ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ না হলেও গ্রুপে চার ম্যাচে এক জয়, দুই ড্র ও এক হারের পর ফিফা র‍্যাঙ্কিংয়ে এবার দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ।

সাফ চ্যাম্পিয়ন ভারত এগিয়েছে এক ধাপ। গত মাসে প্রকাশিত ফিফার আগের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৯, আজ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ১৮৭। ভারতের র‍্যাঙ্কিং এখন ১০৬।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews