ইউক্রেন অভিযোগ করেছে, রাশিয়া একটি ‘বৃহৎ তথ্যগত মনস্তাত্ত্বিক আক্রমণ’ পরিচালনা করছে। মস্কো একটি ভুয়া সতর্কবার্তা ছড়িয়েছে, যেখানে ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থার নামে প্রচার করা হয়েছে যে, বড় পরিসরের বিমান হামলার হুমকি রয়েছে। বুধবার ইউক্রেনের শীর্ষ গোয়েন্দা সংস্থা এই তথ্য জানিয়েছে। 

এর আগে রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেনে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে যুক্তরাষ্ট্র। বুধবার বিমান হামলা হতে পারে বলে তথ্য পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে দূতাবাসের দরজা বন্ধ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় ইউক্রেনের হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এমন পদক্ষেপ নেয় ওয়াশিংটন।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা ‘মেইন ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স’ জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেঞ্জার অ্যাপে একটি বার্তা ছড়ানো হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ইউক্রেনের বিভিন্ন শহরে ‘বিশেষ বড় আকারের’ ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলা হবে।

গোয়েন্দা সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ‘এই বার্তা সম্পূর্ণ ভুয়া। এতে এমন কিছু ব্যাকরণগত ভুল রয়েছে, যা রাশিয়ার তথ্য-মনস্তাত্ত্বিক কার্যক্রমের জন্য পরিচিত।  

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ নতুন নয়। আগেও ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে ভুয়া প্রচারণার অভিযোগ এনেছে। ইউক্রেন দাবি করেছে, এমন ভুয়া সতর্কবার্তার উদ্দেশ্য জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা।

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews