গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তার অনুষ্ঠানে বাধা দিয়েছেন। শনিবার (৫ এপ্রিল) এক আলোচনা সভায় তিনি বলেন, "আমি জুলাই আন্দোলনের অন্যতম তরুণ নেতৃত্ব। অতীতে দেশের স্বার্থে যারা কথা বলেছেন, তাদের মধ্যে আমি একজন। অথচ আজ বিএনপির নেতাকর্মীরা আমার প্রোগ্রামে বাধা দেয়! তারা এত সাহস পেল কোথা থেকে?"

নুর জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার দল গণঅধিকার পরিষদের নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন।

তিনি বলেন, "বর্তমানে দেশে কোনো নির্বাচিত সরকার নেই। তাই সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যারা জুলাই আন্দোলনের ধারক, তারা যদি একত্র না হই, তাহলে আওয়ামী অপশক্তি আবারও ফিরে আসবে।"

সূত্র: https://www.facebook.com/share/v/192xzVf72Q/



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews