মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে এবারের মিনি নিলাম। যেখানে পেসারদের ক্যাটাগরি থেকে তোলা হয় পাথিরানার নাম।
প্রথম আগ্রহ দেখায়নি কেকেআর। প্রথমে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপারজায়ান্টসের মধ্যে লড়াই চলছিল। ১৩ কোটি দাম উঠতেই সরে দাঁড়ায় চেন্নাই। ১৬ কোটি দাম ওঠার পরে সরে দাঁড়ায় দিল্লি।