শোকাবহ আগস্ট ২০২৪ এর জাতীয় শোক দিবসের প্রথম দিনে বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এক শোক র‌্যালির আয়োজন হয়। বৃহস্পতিবার বিকেলে শহরের শাপলা চত্ত্বরের জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে আবার মিলিত হয়।

এরপর জেলা আওয়ামী লীগে কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমান উদ্দিন আহমেদ মঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আ.ন.ম ওবাইদুর রহমান,পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, মোস্তাফিজুর রহমান সাজু, জেলা যুবলীগের আহবায়ক এডভোকেট রুহুল আমিন দুলালসহ ছাত্রলীগ যুবলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিডি প্রতিদিন/এএ


Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews