দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আবারও ৪০০ কোটি টাকার নিচে নেমেছে। আজ মঙ্গলবার ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৩৬৮ কোটি টাকা, যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ গত ৪ জানুয়ারি ঢাকার বাজারে সর্বনিম্ন ৩৪৪ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ঢাকার বাজারে লেনদেন কমলেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন সামান্য বেড়েছে। আজ সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকা বেশি। লেনদেনের ক্ষেত্রে দুই বাজারে ভিন্ন ভিন্ন চিত্র থাকলেও দুই বাজারেই দরপতনের ধারা অব্যাহত রয়েছে।

ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স মঙ্গলবার আরও ২৩ পয়েন্ট কমে নেমে এসেছে ৫ হাজার ৭৩৮ পয়েন্টে। গত প্রায় তিন বছরের মধ্যে এটিই ডিএসইএক্সের সর্বনিম্ন অবস্থান। এর আগে সর্বশেষ ২০২১ সালের ১১ মে সূচকটি ৫ হাজার ৭২৪ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল। চট্টগ্রামের বাজারের সার্বিক সূচকটিও এদিন প্রায় ৭৫ পয়েন্ট কমেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews