জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে ৪০টি সংগঠনের প্রতিনিধিরা এ আয়োজনে উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন আরও পাঁচটি সংগঠন। সম্মেলনে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের নতুন কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে জহিরুল ইসলাম কচিকে সভাপতি এবং মোহাম্মদ নূরউল্লাহকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন- সহসভাপতি মাসুদ রানা (মিরপুর ফিল্ম ক্লাব), সহসভাপতি : উইমেন্স ফিল্ম সোসাইটি অব বাংলাদেশ (প্রতিনিধি), যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফ (রয়েল বেঙ্গল ফিল্ম সোসাইটি), অর্থ সম্পাদক আশরাফ রনি (সিনেফিল ফিল্ম ক্লাব), সাংগঠনিক সম্পাদক সাদমান শাহরিয়ার (জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাব), প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ তেপান্তর আওয়াল (সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাব), দপ্তর সম্পাদক মাহফুজুল ইসলাম খান (সুন্দরবন ফিল্ম সোসাইটি)। নির্বাহী কমিটির সদস্যরা হলেন- আবদুল্লাহ বনি (বাগেরহাট ফিল্ম সোসাইটি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, (প্রতিনিধি), টি এফ পি ফিল্ম ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় (প্রতিনিধি), জহির রায়হান চলচ্চিত্র সংসদ, (প্রতিনিধি), বিসিসিআই ফিল্ম ক্লাব, (প্রতিনিধি), ব্রহ্মপুত্র চলচ্চিত্র সংসদ, ময়মনসিংহ (প্রতিনিধি)। এ ছাড়া সাবেক সভাপতি প্রফেসর আবদুস সেলিম, শরীফুল ইসলাম, মীর শামসুল আলম বাবু, ড. শাহীন বিন আবদুল হাইকে উপদেষ্টা করা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews