হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড দাবি করেছে, তারা একদিনেই ইসরায়েলি বাহিনীর ২১ সাঁজোয়াযান পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করেছে।  

ওই বিবৃতিতে কাসাম ব্রিগেড আরো জানায়, তাদের হামলায় এসময় বেশ কয়েকজন ইসরায়েলি সেনাও হতাহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে জানায়নি আল কাসাম। 

এসময় ইসরায়েলি বাহিনীর সাঁজোয়াযানগুলোকে খুব কাছ থেকে আঘাত করা হয় বলেও জানায় আল কাসাম ব্রিগেড। এই আক্রমণে মর্টার শেল ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এছাড়াও ইসরায়েলের রাজধানী তেলআবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে হামাস।

৭ অক্টোবর ইসরায়েলে হঠাৎ করেই বড় ধরনের হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজা উপত্যকায় স্থল ও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তাদের হামলায় গাজায় ১৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নাগরিকের প্রাণ গেছে। আহত হয়েছে কয়েক হাজার মানুষ।



বিডি প্রতিদিন/নাজমুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews