ঘটনা ১৯৮৯ সালের। ‘ম্যায়নে প্যার কিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের। চিত্রনাট্যকার সেলিম খানের ছেলে  সালমান। কিন্তু সেই পরিচিতি বলিউডে তার অভিষেকের পথ খুব একটা সুগম করতে পারেনি। এমনই শোনা যায় বলিপাড়ায়। 

পরিচালক সুরজ বরজাতিয়া নায়কের জন্য নতুন মুখ খুঁজছিলেন সেই সময়। তিনি খবর পেয়েছিলেন সেলিমপুত্র সালমান অভিনয় দুনিয়ায় পা রাখতে চলেছেন। প্রাথমিকভাবে সুরজের মনে হয়েছিল— কেন সেলিমের পুত্র আমাদের সঙ্গে কাজ করবেন? কিন্তু প্রথম দর্শনে সালমানকে নিয়ে বিরূপ মনোভাব হয়েছিল পরিচালকের।

পরিচালক বলেন, সালমান বেঁটেখাটো মানুষ। একদমই নায়কসুলভ চেহারা নয়। কিন্তু সালমানের সিনেমা দেখার পর তার ভাবনায় বদল আসে। তিনি বলেন, আমি যখন ওর সিনেমা দেখলাম, অসামান্য। ক্যামেরায় উপস্থিতি ঠিকঠাক হলে আর কিছু প্রয়োজন নেই। তার পর ধীরে ধীরে চিত্রনাট্য পড়া শুরু হয়। 

সুরজ বলেন, হাত মেলালাম আমরা। স্থির করলাম, জম্পেশ করে সিনেমাটা বানাব। কিন্তু তার পর আরও বড় বিপত্তি। সালমানের কণ্ঠে কোনো তীব্রতা ছিল না। নাচ ঠিকঠাক হচ্ছিল না। কিন্তু যখন সালমানকে চেয়ারে বসিয়ে হাতে গিটার তুলে দেন, তখন সুরজ উপলব্ধি করেন নায়কের স্টাইল এমনই হওয়া উচিত। এমন নায়কই চেয়েছিলেন সুরজ।

কিন্তু তারপরও চূড়ান্ত করেননি সালমানকে। সালমান নিজেও কয়েকজনকে পাঠিয়েছিলেন সুরজের কাছে। সালমানের পরিবর্তে তাদের যেন নির্বাচন করা হয়। এদিকে সুরজ ভাবছিলেন সালমানের মতো ব্যক্তিত্বকে কীভাবে না করবেন। এই দোলাচলের মধ্যেই সুরজের পরিচালনায় অবশেষে সেই সিনেমার হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করেন সালমান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews