বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা শান্তিপূর্ণভাবে নিজেরাই সমাধান করবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার এই আশার কথা জানান।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন। তা ছাড়া উভয় দেশই ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলায় উদ্বেগ প্রকাশ করেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে উদ্দেশ করে ভারতের ক্রমবর্ধমান আক্রমণাত্মক ভাষা ব্যবহারের বিষয়ে মার্কিন সরকারের দৃষ্টিভঙ্গি কী? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে তাদের মধ্যকার বিবদমান মতপার্থক্য দূর করবে বলে আশা করে যুক্তরাষ্ট্র।
এই প্রশ্নের পাশাপাশি ম্যাথিউ মিলারের কাছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তার দক্ষিণ এশিয়া সফরে বাংলাদেশ ও পাকিস্তানে না যাওয়ার কারণ জানতে চাওয়া হয়। জবাবে এই দুই দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো পরিবর্তন হয়নি জানিয়ে মিলার বলেন, ঢাকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে অগ্রাধিকার দেয় মার্কিন প্রশাসন। ম্যাথিউ মিলার বলেন, কিছুদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ ছাড়া পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। আর এটি মার্কিন প্রশাসনের জন্য অগ্রাধিকারের বিষয়।