স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের নিরাপত্তাহীন পরিবেশের প্রতিবাদে একদিনের কর্মবিরতি ঘোষণা করেছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস)।

রবিবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে একদিনের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা। শনিবার (১২ জুলাই) রাতে  মিটফোর্ড হাসপাতাল শাখার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকবৃন্দ, ক্যাম্পাস ও হাসপাতালে চলমান নিরাপত্তাহীন পরিবেশের প্রতিবাদে আগামীকাল সকাল ৮টা থেকে একদিনের কর্মবিরতিতে যাচ্ছি এবং স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করছি।”

এছাড়া পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে।

এর আগে, এক স্মারকলিপিতে বেশ কিছু দাবি জানানো হয়। এতে বলা হয়, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের ভিতর আনসার ক্যাম্পের সামনে সংগঠিত বর্বরোচিত হত্যাকাণ্ডে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকগণ মর্মাহত ও উদ্বিগ্ন। একইসাথে ইন্টার্ন ডক্টরস সোসাইটি এই ধরনের মনুষ্যত্বহীন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছে৷ ওই কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার ও মিটফোর্ড হাসপাতালের নিরাপত্তা জোরদার করতে ও দ্রুত পদক্ষেপ নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে৷ সেইসাথে হাসপাতাল কর্তৃপক্ষকে ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীদের জন্য কার্যকর আনসার মোতায়েনসহ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছে।

তাদের অন্যান্য দাবির মধ্যে আছে আনসারকে দিনে ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন ডিউটি করার জন্য বাধ্যতামূলক ব্যবস্থা করতে হবে, সশস্ত্র আনসার নিয়োগ দিতে হবে,  ক্যাম্পাসে প্রত্যেক ফটকে আনসার মোতায়েন করতে হবে,  হাসপাতাল নিরাপত্তায় উল্লেখযোগ্য সংখ্যক নারী আনসার নিয়োগ দিতে হবে, ইন্টার্ন লেডি ডক্টরস হোস্টেলে আনসার নিয়োগ দিতে হবে। আনসারদের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় বর্তমান আনসার সম্পূর্ণ অপারগ। তাদেরকে যথাযথভাবে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সক্ষম করে তুলতে হবে এবং মিটফোর্ড হাসপাতালে জরুরি ভিত্তিতে পুলিশ বক্স স্থাপন করতে হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews